ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কুকুর লেলিয়ে হিমাদ্রি হত্যা : ৩ জনের ফাঁসি বহাল

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২২, ১৪:০৭

চট্টগ্রামে কুকুর লেলিয়ে কলেজছাত্র হিমাদ্রী মজুমদার হিমুকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার (৩ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়। সেইসঙ্গে বাকি দুইজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন রিয়াদ, শাওন ও ড্যানি। সেইসঙ্গে খালাস পাওয়া দুইজন হচ্ছেন সাজু ও টিপু।

এর আগে ২০১৬ সালের ১৬ আগস্ট হিমাদ্রি হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন চট্টগ্রামের একটি আদালত।

২০১২ সালের ২৭ এপ্রিল, চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের চারতলায় হিমাদ্রিকে হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের পর, ছাদ থেকে ফেলে দেয়া হয়। হিমুকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে নেওয়া হয় সার্জিস্কোপ হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে এনে ভর্তি করা হয়। ২৬ দিন পর সেখানে মারা যায় হিমু।

হিমু হত্যার ঘটনায় তার মামা প্রকাশ দাশ অসিত বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ, শাহাদাত হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি ও জাহিদুল ইসলাম শাওনকে আসামি করা হয়।

তদন্ত শেষে ২০১২ সালের ৩০ অক্টোবর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ