যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৭৫ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তা।
বুধবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে যুগ্মসচিব পদোন্নতি দেওয়া হয়েছে। প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন ১৬৫ জন কর্মকর্তা। পদোন্নতি দিয়ে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
যোগদানের পর তাদের নতুন করে পদায়নের আদেশ জারি করা হবে। অপর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ১০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্য ৪ কর্মকর্তা লিয়েনে থাকায় তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান সাপেক্ষে তাদের পদোন্নতি কার্যকর হবে।
পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইমেইলের মাধ্যমে যোগদানপত্র দিতে বলা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উন্নীত পদে যোগদানের তারিখ থেকে বেতন-ভাতা প্রাপ্য হবেন।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ