ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৫৯ কর্মকর্তা

প্রকাশনার সময়: ০১ নভেম্বর ২০২২, ২২:৩০ | আপডেট: ০১ নভেম্বর ২০২২, ২৩:১৫

পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন জনপ্রশাসনে কর্মরত ২৫৯ কর্মকর্তা।

মঙ্গলবার (১ নভেম্বর) জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের উপসচিব হিসেবে পদোন্নতি দিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

একটি প্রজ্ঞাপনে বিদেশে চাকরিরত ১০ জন কর্মকর্তা এবং অন্যটিতে দেশে কর্মরত ২৪৯ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলো। উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যোগদানপত্র ই-মেইলে পাঠাবেন।

রেওয়াজ অনুযায়ী পদোন্নতি দিয়ে তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আলাদা আদেশে পরে তাদের পদায়ন হবে।

পদোন্নতিপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করুন

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ