মঙ্গলবার (১ নভেম্বর) সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ছিলো- প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। কর্মসূচির মধ্যে ছিলো- বর্ণাঢ্য র্যালি, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষনার্থীদের ভাতা বিতরণ, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা। সারাদেশ থেকে নয়া শতাব্দীর মফস্বল প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ঈশ্বরদী (পাবনা):
ঈশ্বরদীতে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস। বক্তব্য দেন পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আহম্মেদ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু প্রমুখ।
লালপুর (নাটোর) :
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে যুব র্যালি, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, ডেপুটি কো-অর্ডিনেটর জামিল চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএম রায়হান প্রমূখ।
বারহাট্টা (নেত্রকোণা) :
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বারহাট্টায় এ দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সনদপত্র বিতরণ।
উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নব যোগদানকৃত যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সমবায় অফিসার আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. নূর উদ্দিন, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসিম তালুকদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তাড়াশ (সিরাজগঞ্জ) :
মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরবর্তিতে উপজেলা মিলনায়তনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, নির্বাচন কর্মকর্তা উজ্জল কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মাদ ইসমাঈল হোসেন প্রমূখ।
এসময় তাড়াশ উপজেলার ২৮ জন বেকার যুবকের মাঝে ১৪ লাখ ৫০ হাজার টাকা যুব ঋণের চেক ও ৩০ জন প্রশিক্ষিত বেকার যুবককে সার্টিফিকেট ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
গোয়ালন্দ (রাজবাড়ী) :
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি উপজেলা কোর্ট চত্বর থেকে বের হয় মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ৫২ জন যুবকদের মাঝে ১০ লাখ ৬০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন।
টাঙ্গাইল :
মঙ্গলবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম। যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা শাখার উপপরিচালক ফাতেমা রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত করিম। এসময় যুব অধিপ্তরের কর্মকর্তাবৃন্দসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৬ জনকে ৬০ হাজার টাকা করে ঋণ এবং প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
মাধবপুর (হবিগঞ্জ) :
মঙ্গলবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে যুব দিবসের আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, বিশেষ অথিতির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, প্রাণি সম্পদ কর্মকর্তা ড. আ. সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাইয়ূম প্রমুখ।
দশমিনা (পটুয়াখালী) :
দশমিনায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ রকিব উল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে ৫৩ যুবকের মাঝে ১০ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ছাড়াও যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এন এম ইয়াসিনুল হাবিব তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, পিআইও আব্দুল জব্বার প্রমুখ।
পরে স্থানীয় ২৩ যুবকের মাঝে বিভিন্ন হারে ১২ লাখ ৩০ হাজার টাকার ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও সোনারগাঁওয়ে সফল যুব সংগঠক হিসেবে ফয়সাল আহমেদ, সফল উদ্যোক্তা হিসেবে মো. নাহিদ ও সফল আত্মকর্মী হিসেবে মুহা. সানাউল্লাহ বেপারীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
কাউখালী (পিরোজপুর) :
কাউখালী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষ্য একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহিদ হোসেন, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম গিয়াস উদ্দিন, নারী উদ্যোক্তা মাহফুজা মিলি সহ আরও অনেকে।
ভালুকা (ময়মনসিংহ) :
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অনেকে।
গুরুদাসপুর (নাটোর) :
দিবসটি উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা, সনদ ও ঋন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুর রহমান ও উপকারভোগী উদ্যোক্তা জুয়েল রাণা প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি যুব উন্নয়ন অফিসার আব্দুল করিম। আলোচনা সভা শেষে ৪ জন প্রশিক্ষন প্রাপ্ত উদ্যোক্তা উপকারভোগীকে ঋনের চেক হস্তান্তর করেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
কেরানীগঞ্জ (ঢাকা) :
ঢাকার কেরানীগঞ্জেও নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মুনসুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের, মহিলা বিষয়ক কর্মকর্তা সামীমা ইয়াসমিন প্রমুখ।
নকলা (শেরপুর) :
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদাক শাহ মো. বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন।
অন্যান্যের মধ্যে উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, উপজেলা যুব লীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল আহসান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ ও যুবক-যুবনারীগন উপস্থিত ছিলেন।
নান্দাইল (ময়মনসিংহ) :
নান্দাইলে র্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদ বিতরণের মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর ও যুব উন্নয়ন অফিসার মো. ফয়েজ উদ্দিনের নেতৃত্বে যুব র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহনাজ পারভিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন আহমেদ, আইসিটি কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ।
খানসামা (দিনাজপুর) :
দিনাজপুরের খানসামায় দিবসটি উপলক্ষে যুব র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ভ্রাম্যমাণ যুব প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে খানসামা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্ত্বর এসে শেষ হয়। র্যালি শেষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবীর, উপজেলা পল্লী বিদ্যুৎ এর এজিএম শাহ ইফতেখার আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিরাজুল ইসলাম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুবক ও শিক্ষার্থীরাসহ সাংবাদিকবৃন্দ।
লৌহজং(মুন্সীগঞ্জ) :
মঙ্গলবার দুপুরে লৌহজং উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন প্রমুখ।
সভা শেষে গবাদি পশু পালন, মৎস্যচাষ, ব্লকবাটিক, ক্রাফটিং কম্পিউটারসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনের মাঝে ৭ লাখ টাকার চেক ও ২০ জনকে মৎস্যচাষী প্রশিক্ষনশেষে সনদ বিতরণ করা হয়।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ