ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে হেফাজত  

প্রকাশনার সময়: ০১ নভেম্বর ২০২২, ১১:০১

কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী ডিসেম্বরের মধ্যেই সারাদেশে নিজেদের কার্যক্রম জোরদার করতে যাচ্ছে।

সোমবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করা কথা থাকলেও বৈঠক শেষে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন সংগঠনটির নেতারা।

বৈঠক সূত্রে জানা গেছে, সভা, সমাবেশ, সম্মেলন, নতুন কমিটি গঠন, পূনর্গঠন ও দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তি জানান দেয়ার হবে বলে আভাস পাওয়া গেছে। এছাড়া আগামী ডিসেম্বরে ঢাকায় উলামা মাশায়েখ সম্মেলন করারও সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

এছাড়াও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষন করে হেফাজতে ইসলাম সারাদেশে কার্যক্রম আরো জোরদার ও বিস্তৃত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশেষ করে ডিসেম্বরে ঢাকায় বৃহৎ আকারে ওলামা মাশায়েখ সম্মেলনের আয়োজন করে নিজেদের অস্তিত্ব জানান দেয়ার প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলাম।

এ প্রসঙ্গে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মীর ইদ্রিস বলেন, গত কয়েকমাস আমাদের কার্যক্রম অনেকটা বন্ধ ছিলো। এখন সারা দেশেই কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত হয়েছে গতকালের বৈঠকে।

তিনি আরো বলেন, হাটহাজারী মাদরাসায় গুরুত্বপূর্ণ বৈঠকে হোফজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সভাপতিত্ব করেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া, নায়েবে আমীর মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি জসিম উদ্দিন, মাওলানা ফুরকানুল্লাহ খলিল, মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মুহিউদ্দিন রব্বানী প্রমুখ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ