ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিত্রাংয়ে কৃষিতে ক্ষতি ৩৪৭ কোটি টাকা 

প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২২, ১৩:০৩

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে দেশের বিভিন্ন জেলায় কৃষি খাতে ক্ষয়ক্ষতি হয়েছে ৩৪৭ কোটি টাকা। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় দেড় লাখ কৃষক।

সোমবার (৩১ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদফতরের বরাত দিয়ে এ তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দেশের ৩১ জেলায় বিভিন্ন ফসলের ১০ হাজার ২০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত। যা ৩১ জেলার মোট ফসলি জমির ০.৪০ শতাংশ বলে উল্লেখ করা হয়।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে আমন ৫৬০০ হেক্টর, সবজি ২৮০০ হেক্টর, পানবরজ ৮৮ হেক্টর। তবে টাকার দিক থেকে পানবরজ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যা প্রায় ১৬২ কোটি টাকা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ