ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২২, ০৯:৪৫

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারো সারাদেশে ইলিশ ধরা শুরু হয়েছে। ইলিশ প্রজনন রক্ষায় গত ৭ অক্টোবর থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার।

নিষেধাজ্ঞা শেষে সাগরসহ পদ্মা-মেঘনায় শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাত থেকেই ইলিশ ধরা শুরু করেছেন জেলেরা। ইতোমধ্যেই হাজার হাজার মাছ ধরার ট্রলার গভীর সাগরে ইলিশ শিকারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

এদিকে নতুন ইলিশ আসার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রেতা-বিক্রেতারা। নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি সিত্রাংয়ের প্রভাবে মা ইলিশ অবাধে ডিম ছাড়তে পারায় এবার রেকর্ডসংখ্যক উৎপাদন হবে বলে আশা করছে মৎস্য বিভাগ।

কর্মকর্তারা জানান, এবারের অভিযান সফল করার পাশাপাশি সিত্রাংয়ের প্রভাবে বাড়তি বৃষ্টি ও নদীতে ব্যাপক স্রোতসহ নদীর পানির লবণাক্ততা কমে যাওয়ায় মা ইলিশ নদীর মিষ্টি পানিতে এসে ডিম ছেড়েছে। এবার ইলিশের উৎপাদন বাড়বে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ