ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার চিফ হুইপের পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২২, ১৯:১০

জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কারের দেড় মাসের মাথায় মশিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। একই সঙ্গে জাতীয় পার্টির (জাপা) প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপা চেয়ারম্যান জি এম কাদের অদ্য দলীয় গঠনতন্ত্রের ধারা ২২, উপধারা ২ এর প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এতে আরও বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অদ্য দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভার সিদ্ধান্ত মোতাবেক মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দিয়েছেন।

উল্লেখ্য, গত আগস্টের শেষ দিকে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের পরিবর্তে জি এম কাদেরের নাম প্রস্তাব করে স্পিকারের আবেদন করে জাতীয় পার্টি। ওই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেননি স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এই অবস্থায় রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিলেন জাপা চেয়ারম্যান। এর আগে গত ১৪ সেপ্টেম্বর চেয়ারম্যানের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দিয়েছিলেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ