ঢাকা, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬

১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২২, ২১:১১

অতিরিক্ত পুলিশ সুপার পদের ১৫ ও সহকারী পুলিশ সুপার পদের ২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. আবুল কালাম সাহিদকে চাপাইনবাবগঞ্জ, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এবিএম রায়হানুলবারীকে চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলে, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে জয়পুরহাট, লক্ষ্মীপুরের পলাশ কান্ডি নাগকে চাঁদপুর, হবিগঞ্জের সদর সার্কেলের মাহফুজা আক্তার শিমুলকে সিলেট, দিনাজপুর ফুলবাড়ী সার্কেলের মো. আসাদুজ্জামানকে ঠাকুরগাঁও, ফেনীর নাদিয়া ফারজানাকে ট্যুরিস্ট পুলিশ, অধ্যয়ন শেষে পুলিশ সদর দপ্তরের সংযুক্ত ফাতেমা ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজ, হাইওয়ে পুলিশের আসাদুজ্জামানকে চট্টগ্রাম, অধ্যয়ন শেষে পুলিশ সদর দপ্তরের সংযুক্ত মিনহাজুল ইসলাম চৌধুরীকে পুলিশ সদর দপ্তরে, পিরোজপুর সদর সার্কেলের খায়রুল হাসানকে মুন্সীগঞ্জ, জয়পুরহাট সদর সার্কেলের মো. শোসফেকুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশে, গাজীপুর সদর সার্কেলের সানজিদা আফরিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, যশোর ক-সার্কেলের বেলাল হোসাইনকে যশোর, কিশোরগঞ্জ সদর সার্কেলের মো. আল আমিন হোসাইনকে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলী করা হয়েছে।

এ ছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আর এমপি) সহকারী পুলিশ কমিশনার মো. ফরহাদ ইমরুল কায়েসকে লালমনিরহাটের বি সার্কেলের সহকারী পুলিশ সুপার ও চট্টগ্রামের ৯ম এপিবিএনের সহকারী পুলিশ সুপার সহিদুল ইসলামকে টুরিস্ট পুলিশের এএসপি হিসেবে বদলি করা হয়েছে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ