ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা পরিণতি ভোগ করছি আমরা’

প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২২, ১৪:২১

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পরিণতি ভোগ করছি আমরা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে জাতিসংঘের সাথে আলাপ না করেই স্যাংশন (নিষেধাজ্ঞা) বসানো হয়েছে। যার পরিণতি আমরা ভোগ করছি।

তিনি বলেন, যাদের বিরুদ্ধে স্যাংশন, তাদের কিছুই হয় না। যুদ্ধ থামাতে যাই করা হোক তা জাতিসংঘের মাধ্যমে সমন্বয় করা হলে ভালো হয়, কার্যকর হয়।

ড. মোমেন বলেন, সম্প্রীতি জাতিসংঘের বাইরে গিয়ে অনেকে সিদ্ধান্ত‌ নিচ্ছে, নিষেধাজ্ঞা দিচ্ছে। ফলে বিপদে আছি। যাদের জন্য নিষেধাজ্ঞা তারা তেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে না।

এ সময় মন্ত্রী জানান, ৯ ডিসেম্বর গণহত্যা দিবস ঘোষণা করেছে জাতিসংঘ। সরকার গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে চেষ্টা করা হচ্ছে। গণহত্যার একটি প্রোফাইল রেডি করারও পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ