ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঋষি সুনাককে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২২, ২৩:৩৯ | আপডেট: ২৫ অক্টোবর ২০২২, ২৩:৪১

ব্রিটিশ নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘আমি, বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে, গ্রেট ব্রিটেনের যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একজন তরুণ ব্রিটিশকে এই শীর্ষ নেতৃত্বের স্থানে দেখে আমি আনন্দিত।’

দুই দেশের পারস্পরিক সুসম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এবং যুক্তরাজ্য গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সহনশীল মূল্যবোধের এক গভীর ঐতিহাসিক সম্পর্ক উপভোগ করছে। সময়ের সঙ্গে সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নে আমাদের মজবুত সহযোগিতা আরও শক্তিশালী থেকে শক্তিশালী হয়েছে। সব কিছুর ওপরে যুক্তরাজ্যে বাংলাদেশ-ব্রিটিশ প্রবাসীরা দুই দেশের উন্নয়নের জন্য অভিন্ন সম্পদ হিসেবে কাজ করছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য এবং যুক্তরাজ্যের জনগণের জন্য শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ