কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বিশ্বকাপ ফুটবল শেষে ঢাকায় আসবেন।
আজ (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতে এসে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আলি মাহদি সাইদ আল-কাহতানি এ তথ্য জানান।
রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানান, কাতারের আমির বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে খুব আগ্রহী। তিনি ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের পর ঢাকা সফরে আসার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন।
সাক্ষাতে মোমেন-কাহতানি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। ড. মোমেন রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও কাতারের মধ্যে চলমান দ্বিপাক্ষিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।
জানা গেছে, রাষ্ট্রদূত আমিরের ঢাকা সফরের জন্য গ্রহণ করা সম্মতিপত্র রাষ্ট্রপতি আবদুল হামিদকে দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এছাড়াও ফিফা বিশ্বকাপের একটি রেপ্লিকা পররাষ্ট্রমন্ত্রীর হাতে হস্তান্তর করেন রাষ্ট্রদূত।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ