ঢাকা, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬

লকডাউনে মধ্যেও নওগাঁয় বাড়ছে  করোনা সংক্রমনের হার  

প্রকাশনার সময়: ০৪ জুন ২০২১, ১৬:২২

নওগাঁয় দ্বিতীয় দিনেরমত বিশেষ লকডাউন চলছে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায়। কিন্তু এখনও জেলায় সংক্রমনের হার উর্ধমুখী।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ২৩ জন করোনা সনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে ধামইরহাট উপজেলায় সনাতন ঘোষ নামে একজনের মৃত্যু হয়েছে। যা সংক্রমণের হার ৩৫ শতাংশ থেকে বেড়ে ৩৭ শতাংশ হয়েছে। তাই লকডাউন কার্যকর করতে আজ শুক্রবার থেকে আরও বেশি শক্ত অবস্থানে থাকবে দাবি প্রশাসনের।

পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, লকডাউন কঠোর করতে শুরু থেকেই পুলিশ কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। গতকালের তুলনায় আজ থেকে পুলিশ আরও কঠোর হবে। আমাদের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য।

জেলা প্রশাসক হারুন আর রশিদ জানান, করোনা সংক্রমণ রোধে ইতিমধ্যেই নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলা ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। সীমান্তবর্তী উপজেলাগুলোতে বন্ধ করা হয়েছে সকল হাট। এছাড়াও লকডাউন তদারকির দায়িত্বে প্রশাসনের একাধিক ভ্রাম্যমান টিম কাজ করছে। পাশাপাশি লকডাউন ঘোষিত এলাকাসহ পুরো জেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হচ্ছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ