ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অসময়ে ভোগাচ্ছে ডেঙ্গু, যা বললেন স্থানীয় সরকার মন্ত্রী 

প্রকাশনার সময়: ২৪ অক্টোবর ২০২২, ১৪:৩৭

ডেঙ্গুর প্রকোপ সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেখা যায়। তবে এবার অক্টোবরেও পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে।

ডেঙ্গু পরিস্থিতি স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এই বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।

সোমবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতিসংঘ দিবস পালন উপলক্ষে ক্লিন আপ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তাজুল ইসলাম বলেন, সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য আন্তরিকভাবে কাজ করছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ও কিছু মৃত্যুর জন্য আমরা ব্যথিত। এডিস মশা মোকাববেলা করতে আমাদের সচেতনতা বৃদ্ধির সাথে সন্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখতে হবে।

অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। মশক নিধনে ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় কাজ করা হচ্ছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ