ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ফের গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২২, ২০:৪৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২২, ২০:৫১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মর্টারশেল ও আর্টিলারি বোমা বিস্ফোরণ ও প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে সদর ইউনিয়নের জামছড়ি ও দৌছড়ি ইউনিয়নের সীমান্তের ওপারে এমন শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, দুপুর ১টায় উপজেলা সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তের ৪৪, ৪৫ ও ৪৬নং পিলার এবং দৌছড়ি ইউনিয়নের ৪৭নং পিলারের পুরান মাইজ্জা ক্যাম্প, অংচাফ্রি ও সালি ডং ক্যাম্পের মিয়ানমার বাহিনীর চৌকি থেকে একের পর এক মর্টারশেল ও আর্টিলারি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ সময় এপারের বেশ কয়েকটা গ্রাম কেঁপে উঠে।

নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন জানান, দুপুর ১টার দিকে ওপার থেকে গোলাগুলি ও আর্টিলারি মটার শেল বিস্ফোরণে এপারের কয়েকটা গ্রাম কেঁপে ওঠে। এতে এলাকাবাসী ছোটাছুটি করেছেন এবং সীমান্তে অবস্থানরত সবাই আতঙ্কিত। কারণ আজ পর্যন্ত এ ধরণের গোলাগুলির আওয়াজ কখনও শোনা যায়নি সেখানে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস জানান, সদর ইউনিয়ন ও দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে মর্টার শেলের আওয়াজের কথা শুনেছেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ