ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রব্যমূল্য সেভাবে বাড়েনি’

প্রকাশনার সময়: ২১ অক্টোবর ২০২২, ১৫:৫২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ওভারঅল প্রতিটি জিনিসের দাম বেড়েছে। এর কারণ টাকার মান কমে যাওয়া। এটা ডলারের মূল্য বৃদ্ধির প্রভাব। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় পণ্যের দাম কিন্তু সেভাবে বাড়েনি।’

শুক্রবার (২১ অক্টোবর) সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এর আগে, ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুর সার্কিট হাউজে পৌঁছান বাণিজ্যমন্ত্রী। সেখানে দলের নেতাকর্মীরা ছাড়াও জেলা প্রশাসক আসিব আহসান ও পুলিশ সুপার ফেরদৌস চৌধুরী উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে। সেই বিবেচনায় আমাদের দেশেও তেলের দাম কমানো হয়েছে। এখন বাজারে ব্যবসায়ীরা না কমালে আমরা বিষয়টি দেখবো, কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে বলা হয়েছে।’

প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকারের বিভিন্ন প্রকল্পে খরচ কমানো হচ্ছে। যেখানে কম করা দরকার, কাটছাঁট করা দরকার, প্রকল্পের কাজ পিছিয়ে দেওয়া দরকার, সেটা করা হচ্ছে। আমরা বৈশ্বিক পরিস্থিতির শিকার। সে কারণে সমস্যা হতেই পারে। তবে আমরা প্রস্তুত আছি।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে থাকার কথা ছিল তার থেকে চেয়ে বেশি বেড়েছে। এটা বৈশ্বিক সমস্যা। দাম বৃদ্ধির ফলে মানুষের একটু কষ্ট হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এই অবস্থা হয়েছে। সেজন্য আমাদের ধৈর্য করতে হবে। আশা করি এই সমস্যা কেটে যাবে।’

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ