ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

মাকে বেঁধে মেয়েকে ধর্ষণ, ১৮ বছর পর গ্রেফতার 

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২২, ১৪:৪৩

ফেনীর সোনাগাজীতে মাকে বেঁধে মেয়েকে গণধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওলিনবী ওরফে লাতু মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। লাতু মিয়া ১৮ বছর ধরে বিভিন্ন পেশার ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

এর আগে সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, এলাকায় আধিপত্য বিস্তারে নানা অপকর্ম করতেন লাতু ও তার সহযোগীরা। বাবা মারা যাওয়ায় ভুক্তভোগীকে ও তার মাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল লাতু। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় লাতু দলবল নিয়ে ২০০৩ সালের ১৩ মে ভিকটিমের বাড়িতে হামলা করে। ঘরের দরজা ভেঙে মাকে অস্ত্রের মুখে বেঁধে ভিকিটিমকে গণধর্ষণ করে তারা।

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ফেনী জেলার সোনাগাজীতে ২০০৩ সালে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ বছরের মেয়েকে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় ১৮ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লাতু মিয়াকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ