ঢাকা, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬

রাবির স্থগিত পরীক্ষা শুরু ২০ জুন

প্রকাশনার সময়: ০৩ জুন ২০২১, ১৮:৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ২০১৯ সালের স্থগিত পরীক্ষা আগামী ২০ জুন থেকে শুরু হবে। একইসঙ্গে ৪ জুলাই থেকে ২০২০ সালের আটকে থাকা পরীক্ষাগুলোও অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা হবে সশরীরে উপস্থিত হয়ে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউট পরিচালকদের অংশগ্রহণে এক ভার্চুয়াল মিটিংয়ে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক একরামুল হামিদ বলেন, ২০১৯ সালে যেসব বিভাগে পরীক্ষা শুরু হয়েছিল কিন্তু করোনার জন্য স্থগিত হয়ে গেছে সেসব বিভাগে ২০ জুন থেকে পরীক্ষা শুরু হবে। আর ২০২০ সালের আটকে থাকা পরীক্ষা আগামী ৪জুলাই থেকে শুরু হবে এবং প্রচলিত নিয়মে অর্থাৎ সশরীরেই পরীক্ষা হবে। তবে প্রত্যেক বিভাগকে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে ছাত্রদের আগে থেকে অবহিত করতে হবে। যাতে কেউ পরীক্ষা মিস না করে।

তিনি আরো বলেন, বিভাগের একাডেমিক কমিটি নির্ধারিত তারিখকে সামনে রেখে নিজেদের সুবিধা মতো রুটিন তৈরি করে পরীক্ষা নেবে। সিলেবাস সংক্ষিপ্ত করার প্রয়োজন হলে, সংশ্লিষ্ট বিভাগের একাডেমিক কমিটিও সিদ্ধান্ত নিতে পারবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ