জাতীয় পার্টির আসন্ন ২৬ নভেম্বরের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটিতে দলের সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। একই সঙ্গে প্রস্তুতি কমিটির সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীরকে পদন্নোতি দিয়ে যুগ্ম আহ্বায়ক ও সদস্য হিসেবে আরও ১৭ জনকে কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সুপারিশক্রমে স্বাক্ষর করেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্। সদস্য হিসেবে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে- আব্দুর রউফ মানিক (রংপুর), অ্যাড. মাহবুবুল আলম বাচ্চু (যশোর), অ্যাড. আকরাম হোসেন (যশোর), সৈয়দ অহিদুল ইসলাম তরুণ (নড়াইল), খন্দকার মনিরুজ্জামান টিটু (ফরিদপুর), অ্যাড. শোয়েব আহমেদ,(সিলেট), শাহ আশরাফুল আলম শামীম, আব্দুল আজিজ চৌধুরী, শাহ জামাল রানা(ব্রাক্ষ্মণবাড়িয়া), আব্দুল ওয়াদুদ চৌধুরী মঞ্জু (নোয়াখালী), মোল্লাহ শওকত হোসেন বাবুল (খুলনা), অ্যাড.এসএম মাসুদুর রহমান (খুলনা), মুজিবুর রহমান ডালিম (সিলেট), মির্জা ইকবাল কবীর (কিশোরগঞ্জ), শারমিন পারভিন লিজা (ঢাকা), তাহেরা মোশারফ শুভা, সালামত আলী বাচ্চু। এসব আদেশ এরমধ্যে কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় চলছে জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলনের চুড়ান্ত প্রস্তুতি। সারাদেশে তৃণমূল নেতাকর্মীরা জেগে উঠেছে পল্লীবন্ধুর আদর্শিক উত্তরসূরি খুঁজে পেতে। বহিস্কার-অব্যাহতি এবং অভিমান ও দ্বন্দ্ব ভুলে গিয়ে নতুন নেতৃত্বের প্রত্যাশায় দেশজুড়ে চলছে সম্মেলন প্রস্তুত কমিটির জোরাল কর্ম তৎপরতা। এরই মধ্যে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে রাজধানী ঢাকাসহ সারাদেশ।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ