ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমরা যুদ্ধ চাই না : প্রধানমন্ত্রী

প্রকাশনার সময়: ১৩ অক্টোবর ২০২২, ১৩:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতে চাই।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গণভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর সিএমপি সেন্টার ও স্কুল সভার সেনানিবাস সদর দফতর ৭১ মেকানাইজড ব্রিগেড, ১৫ ইস্ট বেঙ্গল, ৪০ ইস্ট বেঙ্গল, ৯ বীর এবং ১১ বীর মেকানাইজড-এ পতাকা উত্তোলন অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, আধুনিক সমরাস্ত্র ও প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলেছে বাংলাদেশ। তবে আমরা যুদ্ধ চাই না। সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতে চাই।

তিনি আরো বলেন, গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।

সারাবিশ্বে দুর্ভিক্ষের আভাস দেখা যাচ্ছে উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, আমরা যাতে খাদ্য ঘাটতিতে না পড়ি সেজন্য নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব।

এ সময় নেতৃত্বের প্রতি অনুগত থেকে নিষ্ঠার সাথে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে সেনাসদস্যদের প্রতি আহবান জানান তিনি।

তিনি বলেন, এমনভাবে দেশকে গড়ে তুলবো, যাতে বিশ্বে কেউ বাংলাদেশকে হেয় করতে না পারে। এছাড়া দুর্যোগ থেকে বাংলাদেশ যেন হেফাজতে থাকে সেই কামনা করেন।

সম্প্রতি সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলায় আকস্মিক ভয়াবহ বন্যায় প্রশংসনীয় ভূমিকার পালনের জন্য সেনাপ্রধানসহ এই বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীকে কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানানো হয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ