চলমান জ্বালানি সঙ্কটের মধ্যেই বিদ্যুতের দাম বৃদ্ধির কথা শোনা গেলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিইআরসি এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, বিতরণ কোম্পানি, ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ ও পিডিবির আবেদনে তথ্যের অস্পষ্টতা থাকায় বিদ্যুতের দামবৃদ্ধির আবেদন বিবেচনা করা হয়নি।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ