নীলফামারী-০১ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য জাফর ইকবাল সিদ্দিকী বলেছেন, ভারত আমাদের পরম বন্ধু রাষ্ট্র। শুধু তাই নয়, দেশের উন্নয়নে বাণিজ্যিক লক্ষ্য নির্ধারণ করে তাদের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে আরও বেশি কাজ করতে হবে। কারণ আমরা একই ভাষা ও সংস্কৃতির জাতি।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর অফিসার্স ক্লাবে স্টার প্লাস কমিউনিকেশন-২০২২ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্টার প্লাস কমিউনিকেশন- এর প্রধান উপদেষ্টা জাফর ইকবাল বলেন, বিভিন্ন সময় বিপদে-আপদে ভারতকেই আমরা পাশে পেয়েছি। বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ছাড়া স্বাধীনতা অর্জন কঠিন হতো। আজ আমরা গর্বভরে নিজেদের স্বাধীন জাতি হিসেবে পরিচয় দিতে পারতাম না। শুধু তাই নয়, এখনো যে কোনো সংকটে সবার আগে ভারতকে পাশে পাই। তাই ভারতকে অবজ্ঞা নয়, তাদের সঙ্গে বন্ধুত্ব আরো মজবুত করতে হবে।
জাফর ইকবাল সিদ্দিকী আরও বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা এবং বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে যারা অ্যাওয়ার্ড পেয়েছেন আপনারাও এগিয়ে পথকে সমৃদ্ধ করলেন নিজের দক্ষতায়।
পরে স্টার প্লাস কমিউনিকেশনের আয়োজনে নৃত্য, সঙ্গীত, অভিনয়, সাংবাদিকতা, উপস্থাপনা, সমাজসেবা, খেলাধুলা, শিল্প ও বাণিজ্যের উপর সেরা ব্যক্তিদের সম্মাননা দেয়া হয়।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ