ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

গরম কমলে লোডশেডিং কমবে : নসরুল হামিদ

প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২২, ১৯:২৫

গরম কমে গেলে বিদ্যুতের চাহিদা কমে আসবে, তখন লোডশেডিং কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেন, বিদ্যুৎ সমস্যা খারাপের দিকে যাচ্ছে এটা সত্য, তবে বেশি খারাপের দিকে যাচ্ছে না।

মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, আমরা মনে করেছিলাম অক্টোবরে বিদ্যুতের চাহিদা কমে আসবে। কারণ এ সময় আবহাওয়া ঠাণ্ডা হয়ে যাবে। তখন আমরা এটা ম্যানেজ করতে পারবো। এছাড়া আমরা জ্বালানি আনতে পারছি না, ফলে আমাদের বিদ্যুৎকেন্দ্র বসে আছে। আশা করছি- চাহিদা কমলে বিদ্যুৎ ম্যানেজ করতে পারবো।

তিনি বলেন, তাপমাত্রা কমলে চাহিদা কমে আসবে। আমি মনে করি, একটু ধৈর্য ধরা দরকার। আমাদের ৭ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র আছে। এগুলো তেলে চলে। আর ১১ হাজার মেগাওয়াট রয়েছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। বাকিটা সোলার বা বিদেশ থেকে আনতে হয়। সব মিলিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সাড়ে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট।

দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এখন গ্যাস নেয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘স্পট মার্কেট থেকে যেটা নিতাম, সেটা নেওয়া বন্ধ করে দিয়েছি।’

কৃষিতে সেচ ব্যবস্থা সচল রাখাই প্রধান লক্ষ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হলো শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ কতটুকু সহনীয় পর্যায়ে রাখতে পারি।’

গ্রামে কোথাও কোথাও আট ঘণ্টা লোডশেডিং হচ্ছে জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘জ্বালানি ঠিকমতো না পেলে এটা (লোডশেডিং) ম্যানেজ করা সম্ভব নয়। জ্বালানি পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ দরকার, সেই পরিমাণ অর্থ আমাদের কাছে নেই। সেই পরিমাণ অর্থ নিয়ে যদি ডলার কিনতে চাই, তবে ডলারের ওপর চাপ সৃষ্টি হবে। সেখানে আমরা কন্ট্রোলে আছি।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ