ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে ৮ দিন বিঘ্ন ঘটতে পারে

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৩

সৌর ব্যতিচারের কারণে আট দিন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ২৮ মিনিট থেকে ৯টা ৪৩ মিনিটের মধ্যে ৫ থেকে ১৫ মিনিটের জন্য এ সমস্যা দেখা যেতে পারে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিএসসিএল ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম ওই বিজ্ঞপ্তিতে সই করেছেন। সান আউটেজ বা সৌর ব্যতিচারের কারণে ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আট দিন সকালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

কোন দিন কতটুকু সময়ের জন্য এই জটিলতা হতে পারে, সে তথ্যও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সে অনুযায়ী ২৯ সেপ্টেম্বর ৫ মিনিট, ৩০ সেপ্টেম্বর ১০ মিনিট, ১ অক্টোবর ১৪ মিনিট, ২ অক্টোবর ১৫ মিনিট, ৩ অক্টোবর ১৫ মিনিট, ৪ অক্টোবর ১৪ মিনিট, ৫ অক্টোবর ১২ মিনিট ও ৬ অক্টোবর ১০ মিনিটের জন্য সম্প্রচারে সাময়িক এই সমস্যা হতে পারে। প্রাকৃতিক কারণে এ সাময়িক বিঘ্নের জন্য দুঃখপ্রকাশ করেছে বিএসসিএল।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ