পিরোজপুরের বেকুটিয়া-কুমিরমাড়া পয়েন্টে নির্মিত ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর পিলারের সাথে সংঘর্ষ হয়েছে একটি লাইটার জাহাজের৷
সোমবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে স্থানীয়দের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় এম ভি জামান টু নামের একটি লাইটার জাহাজ সরাসরি এসে সেতুর মাঝ বরাবর একটি পিলারে সজোরে ধাক্কা দেয়।
৪২৯ মিটার ভায়াডাক্টসহ সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৪২৭ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। মূল সেতুর দৈর্ঘ্য ৯৯৮ মিটার। ১০টি পিলার এবং ৯টি স্প্যানের উপর দাঁড়িয়ে আছে বক্স গার্ডার টাইপ এই সেতু।
স্থানীয় ভাবে বেকুটিয়া সেতু নামে পরিচিত এই সেতুটির অফিসিয়াল নাম বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতু। সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের জুলাই মাসে। ৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতু উদ্বোধন করেন।
নয়াশতাব্দী/জেডআই/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ