ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডলার চুরির অভিযোগে তদন্তে নেমেছে সিভিল এভিয়েশন

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪১

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের দুই খেলোয়াড়ের ব্যাগ থেকে ডলার চুরির অভিযোগ উঠেছে। বিমানবন্দর থেকে বাফুফে ভবনে এসে ব্যাগ খুলে তারা ডলার পাননি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই লাখ টাকার সমান।

বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন খবরটি নিশ্চিত করে বলেন, ‘কৃষ্ণা ও শামসুন্নাহার তাদের ডলার চুরি হয়েছে বলে জানিয়েছে। কৃষ্ণার ৯০০ ডলার ও বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের ৪০০ ডলার পাওয়া যায়নি। তাদের ধারণা, বিমানবন্দরের লাগেজ বেল্ট থেকে এটি চুরি হয়েছে।’

কৃষ্ণা রাণী সরকার ও শামসুন্নাহারের ডলার হারানোর প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে। গতকাল দুপুরে বাফুফে ভবনে এক অনানুষ্ঠানিক সম্মেলনে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিভিল এভিয়েশনকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছি। এছাড়া মতিঝিল থানা ও এয়ারপোর্ট থানাতেও সাধারণ ডায়েরি করা হয়েছে।’

ব্রিফিংয়ে কিরণের পাশে থাকা বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘বিমানবন্দর অথরিটি ও সিভিল এভিয়েশন ইতোমধ্যে কাজ করছে। তারা বিষয়টি তদন্ত করে আমাদের জানাবে।’

বাংলাদেশ দল কাঠমান্ডু থেকে রওনা হয়ে এসেছে বাংলাদেশে। কৃষ্ণা ও শামসুন্নাহারের অর্থ বাংলাদেশ বিমানবন্দরেই হারিয়েছে বিষয়টি নিশ্চিত নয় বাফুফে, ‘কাঠমান্ডু থেকে আমরা রওনা হয়েছি। কাঠমান্ডু-ঢাকা বিমানবন্দর সহ অনেক জায়গায় মুভ করা হয়েছে। এমনকি বাফুফে ভবনের ফুটেজও দেখা হবে প্রয়োজনে।’

সেই তদন্তে যদি চুরি সনাক্ত না হয় সেক্ষেত্রে নারীদের এই অর্থ ক্ষতি কি হবে এই সম্পর্কে নারী উইংয়ের চেয়ারম্যান বলেন, ‘ছোট মেয়েদের জন্য এটা বড় অর্থই। এটা শেষ পর্যন্ত শনাক্ত না হলে আমরাই এটা মেয়েদের দেব।’

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ