ঢাকা, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬

চাঁপাইনবাবগঞ্জে আরো ৭ দিনের লকডাউন বাড়ল 

প্রকাশনার সময়: ৩১ মে ২০২১, ১৬:৩২ | আপডেট: ০৫ জুন ২০২১, ২১:৪৯

চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো ৭ দিনের লকডাউন বাড়ানো হয়েছে আগামী ৭ জুন পর্যন্ত।

সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভা শেষে এক প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ ৭ দিনের লকডাউন বাড়ানোর ঘোষণা দেন। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, স্বাস্থ্য বিশেজ্ঞদের পরামর্শে জনগনকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে এবং জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই লকডাউন বাড়ানো হয়েছে। চলমান লকডাউনের ১১ দফা নির্দেশনা বহাল থাকার কথাও জানান।

তিনি আরো জানান, লকডাউনে গত এক সপ্তাহে করোনা সংক্রমনের হার কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আরো নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জরুরী সেবা এবং পণ্যবাহী পরিবহণ ছাড়া সকল প্রকার যানসহ দোকানপাট, হাট বন্ধ থাকবে। তবে, আম বেচাকেনা স্বাভাবিক থাকবে এবং আমের ব্যাপারীরা জেলায় নিবিঘেœ আসতে পারবে বলেও জানান।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিব, সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ