ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ ঢাকার

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৯

বাংলাদেশ সীমান্তের ভেতরে মিয়ানমারের ছোঁড়া গোলায় প্রাণহানি ও গুলিবর্ষণের ঘটনায় ফের গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। এসব ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে ফের তলব করে কড়া ভাষায় সতর্ক করেছে ঢাকা। তলবে ঢাকা এই ঘটনার পুনরাবৃত্তি চায় না বলে সাফ জানিয়ে দিয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে তলব করে সীমান্তে গুলির ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে ঢাকা। এসব ঘটনার ব্যাখ্যাও চাওয়া হয় মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে।

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে বান্দরবানের ঘুমধুম ঘোনারপাড়া সীমান্তে শূন্যরেখায় মর্টারের ওই গোলা এসে বিস্ফোরণ হয়। এতে মোহাম্মদ ইকবাল (২৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন।

এর আগে ৪ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মাইনুল কবির একই ঘটনায় রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে প্রতিবাদপত্র দেন।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ