ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬
কমনওয়েলথ মহাসচিবকে

‘মাতৃতুল্য’ রানির স্মরণে কিছু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রকাশনার সময়: ১৬ সেপ্টেম্বর ২০২২, ২১:২৭ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২, ২১:৩১

৫৬ দেশের রাজনৈতিক জোট কমনওয়েলথকে শক্তিশালী করার ক্ষেত্রে ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের নিষ্ঠা, পরিশ্রমের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার স্মরণে সংস্থাটির অবশ্যই কিছু করা উচিত।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ক্ল্যারিজ হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। ওই বৈঠকে প্রধানমন্ত্রী কমনওয়েলথ মহাসচিবকে রানির স্মরণে কিছু করার পরামর্শ দিয়েছেন।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

এ সময় প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে ‘মাতৃতুল্য ব্যক্তিত্ব’ হিসেবেও অভিহিত করেন শেখ হাসিনা। রানির সঙ্গে নিজের ব্যক্তিগত স্মৃতিচারণও করেন তিনি।

কমনওয়েলথের প্রতি রানির অকুণ্ঠ সমর্থনের জন্য শ্রদ্ধা জানিয়ে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, রাজা চার্লস তৃতীয় কমনওয়েলথের নতুন প্রধান হিসেবে প্রয়াত রানির উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবেন।

এ বছরের জুনে রুয়ান্ডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে মহাসচিব হিসেবে প্যাট্রিসিয়া পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান শেখ হাসিনা।

নারীর ক্ষমতায়ন, শিশু উন্নয়ন, মানসিক স্বাস্থ্য সমস্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সহিংস চরমপন্থা মোকাবিলায় প্রধানমন্ত্রীর অবদানের প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব।

করোনা মহামারির ‍বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা আবারও উঠে আসে প্যাট্রিসিয়ার কণ্ঠে। তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন যে, করোনাকালে কমনওয়েলথভুক্ত যেসব দেশের নেতৃত্বে নারীরা ছিলেন কিংবা সিদ্ধান্ত প্রণয়নে নারীর অংশগ্রহণ ছিল, তারা সফল হয়েছেন।

আন্তর্জাতিক নারী দিবসে কমনওয়েলথ পরিবারের নারী নেতৃত্ব বিশ্বসভায় তুলে ধরার বিষয়ে মহাসচিবের দেয়া পরামর্শে সম্মত হয়েছেন শেখ হাসিনা।

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য সময় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছান। সফরকালে ক্ল্যারিজ হোটেলে সফরসঙ্গীদের নিয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী।

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান শেষে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী। টানা ১৯ দিনের সফর শেষে ৩ অক্টোবর রাতে দেশে ফিরবেন তিনি।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ