ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

প্রকাশনার সময়: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫১ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৭

মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকায় ল্যান্ড মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তুমব্রু হেডম্যান পাড়ার ৩৫নং পিলারের ৩০০ মিটার মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যাক্তির নাম অন্য থাইন চাকমা। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য থাইন চাকমা বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তের চাকমারপাড়ার ইয়াং মে চাকমার ছেলে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাইন বিস্ফোরণে আহত এক যুবককে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। তার হাতের অবস্থা গুরুতর।

আহত অন্য থাইনের মা ইয়াং মে চাকমা জানান, গরু নিয়ে ফিরে আসার পথে মিয়ানমার সীমান্তের নোম্যান্স ল্যান্ডে একটি স্থল মাইনের বিস্ফোরণ ঘটে। মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ছেলের পা উড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের ৩৫ নং সীমানা পিলারের মাঝামাঝি সীমান্তের শূন্য লাইনে এ স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে বিজিবির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ