ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জিএম কাদেরের কুশপুত্তলিকা পোড়াল রাঙ্গাপন্থিরা

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২২, ২০:২৫

রংপুরে বিক্ষোভ মিছিল শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুতুল পুড়িয়েছে রাঙ্গাপন্থি মোটর মালিক ও শ্রমিকরা। একই সঙ্গে মসিউর রহমান রাঙ্গাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলে পুনর্বহাল করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তার অনুসারীরা। এদিকে জিএম কাদেরের কুশপুতুল দাহকে কেন্দ্র করে রাঙ্গাপন্থিদের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে জেলা মোটর মালিক সমিতির নেতা ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে মোটর মালিক ও শ্রমিকরা ছাড়াও জাতীয় পার্টির রাঙ্গাপন্থিরা অংশ নেন।

মিছিলটি প্রেসক্লাব চত্বর হয়ে জাহাজ কোম্পানী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুদ্ধ রাঙ্গাপন্থিরা পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুতুল দাহ করেন। পরে মিছিল নিয়ে ফেরার পথে জিএম কাদের বিরোধি বিভিন্ন স্লোগান দেন তারা। এসময় দৈনিক দাবানল মোড়ে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষোভের ব্যাপারে জাতীয় পার্টির সহসভাপতি ও মোটর মালিক সমিতির নেতা আব্দুল মান্নান বলেন, আমরা আজকে জিএম কাদের কুশপুত্তলিকা দাহ করেছি। মসিউর রহমান রাঙ্গা সাহেবকে দলে ফিরিয়ে নিতে হবে। তার প্রতি অবিচার করা হয়েছে। তার অব্যাহতি আমরা মানছি না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে রাঙ্গা সাহেবকে দলে বহাল করতে হবে। নইলে কঠোর আন্দোলন করা হবে।

এ প্রসঙ্গে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান বলেন, বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর শুনে ঘটনা স্থলে গিয়ে দুগ্রুপকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করলে, পুরো এলাকা নিয়ন্ত্রনে আসে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ