ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

গণপূর্তের সচিব হলেন ওয়াছি উদ্দিন

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৩

সচিবালয়ে রদবদল করা হয়েছে। তিন সচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। কাজী ওয়াছি উদ্দিনকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি বর্তমানে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত। তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নাহিদ রশীদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি এর আগে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক ছিলেন।

আর মু. মোহসিন চৌধুরীকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব পদে কর্মরত।

ওয়াছি উদ্দিনের ক্ষেত্রে ২২ সেপ্টেম্বর থেকে আদেশ কার্যেকর হবে। আর মোহসিন চৌধুরী ও নাহিদ রশীদের ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর থেকে আদেশ কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ