বিএনপি আন্দোলনের রূপরেখা তৈরি করলেও দলটির আন্দোলনের নেতা কে, এ নিয়ে প্রশ্ন রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনেরও নেতা নেই, নির্বাচনেরও নেতা নেই।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির ফখরুল সাহেব, আমরা বলতে চাই, আজকে আপনারা যে আন্দোলন করছেন, এই আন্দোলনের নেতা কে? এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে লন্ডন থেকে। আপনারা বলছেন আন্দোলনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করবেন। আপনাদের নেতা কে?
তিনি আরো বলেন, গাছে কাঁঠাল গোঁফে তেল। আজকে আপনারা বড় বড় কথা বলেন। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সরদার। বিএনপিতে আন্দোলনের নেতা নেই, নির্বাচনের নেতা নেই। আগামী নির্বাচনে নতুন কোনো নেতৃত্ব থাকবে না। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকার গঠন করব।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সব বিষোদগার আর অপপ্রচারের জবাব দেয়া হবে শেখ হাসিনা সরকারের উন্নয়নের মাধ্যমে। আজকে বিএনপি শেখ হাসিনার জনপ্রিয়তাকে ভয় পায়, তাই তারা এখন নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ