এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৭২ ঘণ্টা পর সন্ধ্যায় বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নিজ বাসা ‘ফিরোজায়’ ফেরার কথা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেছেন, দুপুরে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যে মেডিক্যাল বোর্ড রয়েছে তাদের বৈঠক হবে। বৈঠক শেষে সন্ধ্যায় ম্যাডাম বাসায় ফিরবেন।
এর আগে গত ২৮ আগস্ট খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো পর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে কিছু পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। আর কিছু পরীক্ষার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সেগুলো পাওয়ার পর মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা পর্যালোচনা করে তার হার্টে রিং বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
যদিও খালেদা জিয়ার হার্টে এখন দুটি ব্লক ধরা পড়েছে, তবু শারীরিক অবস্থা বিবেচনায় আপাতত একটিতে রিং বসানোর পরিকল্পনা আছে চিকিৎসকদের।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়েদা রহমান এই বোর্ডের সদস্য।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ