সিঙ্গাপুরের চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সুস্থ হয়ে উঠছেন।
সোমবার (২৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর।
তিনি বলেন, ডা. ফ্লোরার স্বামীর সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, অধ্যাপক ডা. ফ্লোরা রাতারাতি স্থিতিশীল হয়ে উঠছেন। গতকাল থেকে তিনি জাগ্রত অবস্থায় আছেন। তার পেটের চাপও অনেকটা ভালো।
আলমগীর আরো বলেন, রক্ত পরীক্ষায় দেখা গেছে, ওনার প্যানক্রিয়াটাইটিস এখনো সক্রিয় আছে, কিন্তু তার জ্বর হয়নি। ডায়ালাইসিস আজ থেকে কমিয়ে দেয়া হবে। কারণ গত দুদিনে তার শরীর থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড বের করা হয়েছে। তবে চিকিৎসকরা তাকে আরো কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ