ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পররাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতারের দাবি চরমোনাই পীরের 

প্রকাশনার সময়: ২০ আগস্ট ২০২২, ০৪:৩৭

সপ্তাহ না ঘুরতেই ফের টক অব দ্য কান্ট্রি হলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছেন বলে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই বক্তব্য পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত।

এদিকে আব্দুল মোমেন বাংলাদেশ-ভারত নিয়ে যে কথা বলেছেন তা স্পষ্টত দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার স্বীকৃতি বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১৯ আগস্ট) দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অনতিবিলম্বে মন্ত্রিসভা থেকে পররাষ্ট্রমন্ত্রীকে বহিষ্কার করে রাষ্ট্রীয় স্বার্থ লঙ্ঘন, রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতার দায়ে গ্রেফতার করার দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দলের পরবর্তী প্রজন্মই বাংলাদেশের স্বাধীনতাকে বন্ধক রেখে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টা করে যাচ্ছে।

এতে আরো বলা হয়েছে, একটি স্বাধীন দেশের রাষ্ট্র পরিচালনায় কে টিকে থাকবে আর কে থাকবে না, তা নির্ধারণ করার পূর্ণ এখতিয়ার সেই দেশের জনতার। পররাষ্ট্রমন্ত্রী যখন অন্য কোনো দেশকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যা যা করার তা করতে অনুরোধ করেন, তখন তা সুস্পষ্ট বাংলাদেশের মানুষের রক্তে কেনা সার্বভৌমত্বকে অন্যের হাতে অর্পণ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ভারত সরকারকে এই অনুরোধ করে জনগণের রক্তে কেনা অধিকারের সাথে গাদ্দারি করেছেন। একই সাথে তিনি রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ