ঢাকা, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬

ঝড়ের বিপদ কেটে যাওয়ায় সারা দেশে নৌযান চলাচল শুরু

প্রকাশনার সময়: ২৭ মে ২০২১, ১৩:২৪

দুই দিন বন্ধ রাখার পর সারাদেশে নৌ চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ।

অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ইয়াস উপকূলের দিকে এগিয়ে আসায় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বুধবার সকালে ভারতের ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে উঠে আসে ইয়াস। ঝড় বাংলাদেশে সরাসরি আঘাত না করলেও জোয়ারের পানিতে উপকূলীয় কিছু এলাকা প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মিজানুর রহমান বৃহস্পতিবার দুপুরে বলেন, “ঘূর্ণিঝড়ের কারণে এখনও দুই নম্বর নৌ সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। তবে কর্তৃপক্ষ আজ বেলা সাড়ে ১১টা থেকে দুই ইঞ্জিন বিশিষ্ট নৌযানকে সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দিয়েছে।”

করোনাভাইরাস মহামারীর কারণে সাত সপ্তাহ যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকার পর গত সোমবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে আবার চলাচল শুরু হয়েছিল। বঙ্গোপসাগরে ঝড়ের আভাসে মঙ্গলবারই তা বন্ধ করে দিতে হয়েছিল।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ