ঢাকা, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬
 ইয়াসের প্রভাব 

কুয়াকাটায় হোটেলসহ দুই শতাধিক স্থাপনা বিধ্বস্ত

প্রকাশনার সময়: ২৬ মে ২০২১, ১৬:৫১ | আপডেট: ০৫ জুন ২০২১, ২১:৫৬

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে বুধবার সকাল থেকে পটুয়াখালীর উপকূলে থেমে থেমে দমকা বাতাস ও হালকা বৃষ্টিপাত হয়েছে। সাগরের ঢেউ প্রবল বেগে তীরে আছড়ে পড়েছে। বাতাস ও পানির চাপে ভেঙ্গে গেছে কিংস হোটেলের একাংশসহ ঝিনুক ও শুটকীর প্রায় ২০০ দোকান ঘর। জোয়ারের পানিতে দোকানের মালামাল ভেসে গেছে। এছাড়া বিধ্বস্ত হয়েছে জেলেদের কাঁচা ঘড়বাড়ি। হুমকীর মুখে রয়েছে রাধাগোবিন্দ সেবাশ্রম। কিংস হোটেলের সত্বাধিকারী মোঃ কলিম জানান হঠাৎ করে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে এবং প্রবল ঢেউয়ের তোড়ে হোটেলের সামনের অংশ বিধ্বস্ত হয়েছে। কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার জানান, পানিতে সৈকত সংলগ্ন দুইশ দোকানপাট ক্ষতিগস্ত হয়েছে। অন্যান্য দোকানগুলো থেকে মালামাল সরিয়ে নেয়া হচ্ছে। এবং কিছুকিছু জায়গায় জিওব্যাগ ফেলে ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা চলছে। এদিকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকেছে লোকালয়ে। প্লাবিত হয়েছে ফসলের মাঠ ও মাছের ঘের। কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে অস্থায়ী রেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে ৫টি গ্রাম। এখানকার দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে উপজেলা প্রশাসন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ আব্দুল্লাহ জানান, দুর্গত এলাকা পরিদর্শন করে মানুষ ও গবাদীপশু নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া রাঙ্গাবলী উপজেলার চরআন্ডা, মির্জাগঞ্জ ও দশমিনায় ২০টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পানিবন্দী রয়েছে সেখানকার প্রায় ২৫ হাজার মানুষ। পানিতে প্লাবিত হয়েছে কলাপাড়া ও পটুয়াখালী সদরের পুরান বাজার, নিউমার্কেট, হেতালিয়া বাঁধঘাটসহ বেশ কিছু এলাকা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ