ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

উত্তরায় প্রাইভেটকারের ওপর গার্ডার পড়ে নিহত ৫

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২২, ১৭:২৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২২, ১৮:০৭

রাজধানীর উত্তরায় জসিমউদ্দীন মোড়ে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের ৫ আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকল্পের কাজ চলাকালীন একটি গার্ডার ক্রেন দিয়ে তোলা হচ্ছিল। হঠাৎ ক্রেনটি গার্ডারসহ কাত হয়ে যায় ও নিচ দিয়ে যাওয়া একটি প্রাইভেটকারের ওপর গার্ডারটি পড়ে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

এ তথ্য নিশ্চিত করে উত্তরা (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহিরুল ইসলাম জানান, ক্রেন দিয়ে গার্ডার তোলা হচ্ছিল। এ সময় গার্ডারসহ ক্রেনটি কাত হয়ে যায়। আর রাস্তার ওপর গার্ডারের নিচে চাপা পড়ে চলন্ত প্রাইভেটকার। প্রাইভেটকারটিতে সাত জন আরোহী ছিলেন। এর মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা গেছেন। দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে, রুবেল (৫০), ঝরনা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলে র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ