ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ-গ্যাস রাজনৈতিক উপাদান: আমীর খসরু

প্রকাশনার সময়: ১৩ আগস্ট ২০২২, ২০:১৯

বিদ্যুৎ, গ্যাস, পানি রাজনৈতিক উপাদান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, এগুলো এখন বাজারের পণ্য নয়। কারণ এগুলো তারাই নিয়ন্ত্রণ করছে, তারাই মূল্য নির্ধারণ করছে। আর এই মূল্য জনগণকে পরিশোধ করতে হচ্ছে। আওয়ামী লীগের লোকজনই ব্যবসা বাণিজ্য করছে, তারাই লুটপাট করছে। তারা এখন একেবারে বিচারের বাইরে থেকে লুটপাট করছে।

শনিবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সালমান ওমর রুবেল সম্পাদিত ‘জিয়াকে মনে পড়ে’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক আবদুস সালাম প্রমুখ।

আমীর খসরু বলেন, আগে লুটপাট করলে দুর্নীতির টাকা দেশে বিনিয়োগ করতো কিছু কিছু লোক। এখন লুটপাট করে টাকা দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। লুটপাট শত কোটিতে নেই, এখন হাজার কোটিতে চলে গেছে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস এখন রাজনীতিবিদরা লিখছেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকার আজকে রাজনীতিবিদদের ইতিহাসবিদ বানিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ, তার পরিবারের কথা ও তার দলের নেতারা আজকে লিখছেন। তারা কিন্তু তাদের ইতিহাস লিখছেন। এটা ইতিহাস হচ্ছে না, এটা প্রোপাগান্ডা। যারা প্রফেশনাল লোক তাদের দিয়ে ইতিহাস লিখতে হবে। তাদের ইতিহাস আজীবন থাকে। গুরুত্বপূর্ণ কথা হলো- জিয়াউর রহমানকে নিয়ে কোন রাজনীতিবিদদের দিয়ে প্রোপাগান্ডার ইতিহাস লিখে তাকে বড় করতে হবে এটা দরকার নাই। জিয়াউর রহমানের সাথে এদের একটা লেভেলে তুলনায় করা যায়। আবার এদের অনেকে মধ্যে গণতন্ত্রের ঘাটতি ছিল, অনেকে দুর্নীতিবাজও ছিল, স্বৈরাচারও ছিল। কিন্তু তার মধ্যে এসব কোনটিই ছিল না। তাই ওনার সঠিক ইতিহাস তুলে ধরলেই যথেষ্ট। এটাই জণগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে বেশি।

দেশে বিনিয়োগের পরিস্থিতি নেই মন্তব্য করে আমীর খসরু আরো বলেন, এদেশে কে বিনিয়োগ করবে? যে দেশে ডলারের রেট ১১৭-১১৮ টাকা হয়ে গেছে সেখানে বিনিয়োগ করার সুযোগ নেই।

তিনি বলেন, সরকার হঠাতে আন্দোলন শুরু হয়ে গেছে। আন্দোলনে সফল করতে সকলকে অংশ গ্রহণ করতে সুযোগ দিতে হবে। সমাজের প্রতিটি স্তরে আন্দোলন সবাইকে সম্পৃক্ত করতে হবে। একদিকে আন্দোলন চলবে। অন্যদিকে পথ নাটক, দেশত্বোবোধক গান পরিবেশের মাধ্যমে জনগণকে ওই আন্দোলনে সম্পৃক্ত করা হবে। এজন্য বিএনপির একটা গ্রুপ চালুর কথা ভাবছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, ৯ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯০০শিক্ষক দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া হয়েছে। আগে মেধার ভিত্তিতে নিয়োগ হতো। আজকে বিশ্ববিদ্যালয়ে তালিকা থেকে অনেক নিচে নেমে গেছে ঢাবি। আগের সেই বিশ্ববিদ্যালয়ের এখন আর নেই। তরুণ সমাজ শিক্ষিত না হলে দেশের অবস্থা ভয়াবহ হবে। সরকার সুপরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করতেই এই পথ বেছে নিয়েছে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ