ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আ.লীগের নেতৃত্বে আসছেন সোহেল তাজ

প্রকাশনার সময়: ১৩ আগস্ট ২০২২, ০০:০৪

২০০৯ সালের ৩১ মে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ ছেড়েছিলেন ‘অভিমান’ করে। ইস্তফা দিয়েছিলেন সংসদ সদস্য পদ থেকেও। তারপর বিদেশে পাড়ি দিলেও কয়েকবছর বাদে দেশে ফেরেন। তবে দেশে ফিরলেও আর ফিরেননি রাজনীতিতে। তিনি তানজিম আহমেদ সোহেল তাজ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের একমাত্র পুত্র।

এদিকে আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে গুরুত্বপূর্ণ পদ নিয়ে ফের রাজনীতিতে ফিরছেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তাকে গুরুত্বপূর্ণ পদ দেয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তও হয়েছে।

সোহেল তাজের ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি সামনে আসে বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস ঘিরে।

সোহেল তাজের ছোট বোন মাহজাবিন আহমদ মিমি তার ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন। তাতে তিনি লিখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয়তু শেখ হাসিনা!! বাংলাদেশ চিরজীবী হোক।’

মিমির এই স্ট্যাটাসের পর স্যোশাল মিডিয়ায় সোহেল তাজের ভক্তরা অভিনন্দন জানাতে হুমড়ি খেয়ে পড়েন। সোহেল তাজের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে দেখা দেয় চাঙা ভাব।

আসন্ন সম্মেলনে আওয়ামী লীগে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর মধ্যে আলোচনা রয়েছে। বর্তমানে কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এমন জায়গা থেকে কেউ কেউ বাদ পড়তে পারেন। আবার দলের তরুণদের মধ্য থেকে নতুন নেতৃত্বও আনা হতে পারে। দলের গঠনতন্ত্রে কিছু সংশোধনী বা সংযোজন আসতে পারে।

আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতা বলেছেন, আসন্ন কাউন্সিল অধিবেশনে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে আনা হবে। গুরুত্বপূর্ণ পদে থেকে যারা নিজেকে বিতর্কিত করেছেন, তাদের অনেককে বাদ দেয়া হবে। আবার কাউকে কাউকে কম গুরুত্বপূর্ণ পদ দেয়া হবে।

সোহেল তাজ দলের নেতৃত্বে আসার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, ‘সোহেল তাজ আওয়ামী লীগ পরিবারের সদস্য। তার জন্য দলের দরজা সব সময় খোলা। তিনি নিজ ইচ্ছা রাজনৈতিক কর্মকাণ্ডে থেকে একটু দূরে ছিলেন। এখন চাইলে আবার আসবেন। আমাদের দলের সভাপতি শেখ হাসিনাও চান সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হোক।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক তাজউদ্দীন আহমদ ও সৈয়দা জোহরা তাজউদ্দীনের একমাত্র ছেলে তানজীম আহমদ সোহেল তাজ। ২০০১ ও ২০০৯ সালে গাজীপুর-৪ আসন থেকে আওয়াম লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। তবে, একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে আচমকা পদত্যাগ করেন। চলে যান সুদূর যুক্তরাষ্ট্রে। ২০১২ সালের ৭ জুলাই সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। যদিও তার পদত্যাগের কারণ নিয়ে সেসময় রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ওঠে। এরপর থেকে রাজনীতি থেকে দূরে রয়েছেন তাজউদ্দিনপুত্র।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ