ঢাকা, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬

বৃষ্টির পর ফের খেলা শুরু

প্রকাশনার সময়: ২৫ মে ২০২১, ১৬:৪৭

বৃষ্টির কারণে ২৩ মিনিট খেলা বন্ধ ছিল। বৃষ্টির পর ফের ব্যাটিং করছেন ৮৫ ও ২ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম ও মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলংকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে হলে চ্যালেঞ্জিং স্কোর গড়তে হবে টাইগারদের।

বৃষ্টির আগে ৪১.১ ওভারে ৭ উইকেটে ১৯৬ রান করে বাংলাদেশ।

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই দুই তারকা ব্যাটসম্যানের উইকেট হারায় বাংলাদেশ। ৭৪ রানে তামিম, সাকিব, লিটন ও মোসাদ্দেক আউট হওয়ার পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও শ্রীলংকার বিপক্ষে দায়িত্বশীলতার পরিচয় দেন মুশফিক-রিয়াদরা। তাদের ১০৮ বলে গড়া ৮৭ রানের জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। ৪ উইকেটে ১৬১ রান করা দলটি এরপর মাত্র ২৩ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

রিয়াদ আউট হওয়ার পর দ্রুত সাজঘরে ফেরেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৯৬ রান সংগ্রহ করতেই শুরু হয় বৃষ্টির। বৃষ্টির কারণে আপাতত ম্যাচ বন্ধ রয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ