ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেরোবি ছাত্রলীগের নেতৃত্বে পোমেল-শামীম

প্রকাশনার সময়: ০১ আগস্ট ২০২২, ০১:০৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটি বিলুপ্ত ঘোষণার ৯ মাস পর নতুন আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের পোমেল বড়ুয়াকে সভাপতি ও রসায়ন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাহফুজুর রহমান শামীমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কমিটির সহ-সভাপতি হিসেবে মো. ফজলে রাব্বী, মো. রেজওয়ান-উল আনাম তন্ময়, মো. তানভীর আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, নাজমুল হক শুভ, শামীম আহমেদ, রকিবুল হাসান রুপম , মো. রেজাউল করিম শাকিল, আব্দুল্লাহ আল নোমান খান, লুবনা হক মিমি, আব্দুস সালাম, সামিউল রেজা রিমন, মাহবুব ও আরিফুল ইসলাম।

কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন, মো. মারুফ রহমান ভূঁইয়া, সুব্রত ঘোষ, মো. মোস্তফা কামাল, এমরান চৌধুরী আকাশ, কাউসার আহমেদ শাওন ও আব্দুল্লাহ আল মোমিন।

এছড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন, ফরহাদ হোসেন এলিট, ধনঞ্জয় কুমার দাস (টগর ), নেছার উদ্দীন, মিনহাজুল ইসলাম, ঐশী ইসলাম।

কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন, শাওন আহমেদ শুভ, মামুনুর রশিদ মামুন ও অমৃত কুমার ঘোষ। উল্লেখ্য, ৪ বছর ৭ মাস পর গত বছরের ২২ নভেম্বর দুই সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর ৯ মাস পর আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ