ঢাকা, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬

কবি হাবীবুল্লাহ সিরাজীকে শ্রদ্ধা, শেষ শয্যা আজিমপুরে

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ২৫ মে ২০২১, ১৫:০৮
বাংলা একাডেমি প্রাঙ্গণে মঙ্গলবার সকালে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা প্রয়াত কবি হাবীবুল্লাহ সিরাজীর প্রতি শেষ শ্রদ্ধা জানান

কর্মস্থলে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হলেন বাংলা একাডেমির প্রয়াত মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত কবি হাবীবুল্লাহ সিরাজী।শ্রদ্ধা নিবেদনের পর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবীবুল্লাহ সিরাজী মারা যান।

বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য হাবীবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন।

২০১৮ সালে ২০ ডিসেম্বর সরকার তাকে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেয়।

বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে কবি হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে আনা হয়। সেখানে সকাল ১০টায় জানাজা শেষে কবির পরিবারের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।কবি হাবীবুল্লাহ সিরাজীর কফিনে বাংলা একাডেমির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক এ এইচ এম লোকমান।

কবি হাবীবুল্লাহ সিরাজীর জীবনাবসান

আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সামাদ এবং সাধারণ সম্পাদক তারিক সুজাত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সভাপতি গোলাম কুদ্দুছও শ্রদ্ধা জানান।

এছাড়া বাংলাদেশ রাইর্টার্স ক্লাব, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, “হাবীবুল্লাহ সিরাজী অত্যন্ত দক্ষতার সাথে বাংলা একাডেমি পরিচালনা করেছেন। তিনি একজন সফল প্রশাসক ছিলেন। এধরনের মানুষের মৃত্যু রাষ্ট্র, সমাজ এবং সংস্কৃতি অঙ্গনের ক্ষতি।” নাট্যজন রামেন্দ্র মজুমদার বলেন, “সিরাজীর প্রশাসনিক দক্ষতার সাথে যুক্ত হয়েছিল সৃষ্টিশীলতা। এই দুটো গুণ নিয়ে বাংলা একাডেমিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ছিল তার। তাকে হারিয়ে আমরা সত্যিই শোকাহত। এমন মানুষের শূন্যতা কখনও পূরণ হবার নয়।”

বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা পৌনে ১১টার দিকে হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ