ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এনআইডির সাথে ৪ প্রতিষ্ঠানের চুক্তি

প্রকাশনার সময়: ২৬ জুলাই ২০২২, ০০:৪৪

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে নতুন করে আরও ৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৫ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরিত প্রতিষ্ঠানগুলো হলো- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কমিশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন, পরিচালক (অপারেশন) মো. শাহেদুন্নবী চৌধুরী, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আজিজুল ইসলাম, সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাইকরণ) মুহা. সরওয়ার হোসেন প্রমুখ।

এনআইডি জানায়, নির্বাচন কমিশনে (ইসি) সংরক্ষিত থাকা তথ্য-উপাত্ত যাচাই সংক্রান্ত সেবা নিচ্ছে ১৬৪টি প্রতিষ্ঠান। এরমধ্যে সরকারি প্রতিষ্ঠান, মোবাইল কোম্পানি, বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি রয়েছে।

ইসির পক্ষে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার চুক্তিপত্রে স্বাক্ষর করেন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে উপসচিব (বাজেট) ডা. মো. আসাদুজ্জামান, বাংলাদেশ রেলওয়ের পক্ষে অতি. সিএসটিই সৈয়দ মো. শাহিদুজ্জামান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষে যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন এবং জাতীয় মানবাধিকার কমিশনের সচিব (যুগ্মসচিব) নারায়ণ চন্দ্র সরকার এতে স্বাক্ষর করেন।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ