ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সপ্তাহখানেক পর লোডশেডিংয়ের পরবর্তী সিদ্ধান্ত

প্রকাশনার সময়: ২২ জুলাই ২০২২, ১১:৩৪ | আপডেট: ২২ জুলাই ২০২২, ১১:৪৫

সপ্তাহখানেক পর্যবেক্ষণের পর লোডশেডিংয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শুক্রবার (২২ জুলাই) সকালে বারিধারার বাসভবনে বিদ্যুৎ, লোডশেডিং ও জ্বালানি ইস্যু নিয়ে ব্রিফিংয়ে এই তথ্য দেন তিনি।

এছাড়াও কূটনৈতিক এলাকা ছাড়া দেশের সব জায়গায় লোডশেডিং হবে বলেও জানান তিনি।

বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতেই ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়ে নসরুল হামিদ বলেন, ডিজেলের ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, বাকি ৯০ ভাগ পরিবহন ও সেচ কাজে ব্যবহার হয়। বিশ্ববাজারে ডিজেলের দাম অস্বাভাবিক বাড়ায় সরকার চাচ্ছে ১০ শতাংশ ডিজেল খরচ কমাতে। এতে দেশের ডলার খরচ কম হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বর্তমানে আমাদের ১৫ হাজার মেগাওয়াট সক্ষমতা আছে। পিকআওয়ারে চাহিদা ১৪ হাজার মেগাওয়াট। কূটনৈতিক এলাকা বাদে সব জায়গায় লোডশেডিং হবে। সপ্তাহখানেক পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নয়া শতাব্দী/ এডি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ