ঢাকা, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬

সাংবাদিকতা চালিয়ে যাব, মুক্তির পর রোজিনা ইসলাম

প্রকাশনার সময়: ২৩ মে ২০২১, ১৬:৪৬ | আপডেট: ২৩ মে ২০২১, ১৬:৫৬
কারাগার থেকে বের হওয়ার পর সাংবাদিক রোজিনা ইসলামকে সহকর্মি দের ফুলেল শুভেচ্ছা : সংগৃহীত

জামিনে মুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পেয়েছেন। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বাকী বিল্লাহ রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন। পরে বিকেল সোয়া চারটায় কশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

জামিনে মুক্তির পর সাংবাদিক রোজিনাকে একটি ব্যক্তিগত গাড়িতে ঢাকায় আনা হচ্ছে।

মুক্তি পাওয়ার পর রোজিনা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সাংবাদিকতা চালিয়ে যাব। সাংবাদিকসহ যারা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন রোজিনা। তাঁকে জামিন আবেদন বিষয়ে আজ রোববার আদেশ দেন আদালত।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ