ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ড্রোন দিয়ে মশা খুঁজবে ডিএনসিসি

প্রকাশনার সময়: ৩০ জুন ২০২২, ২০:০৫

বাসাবাড়ির ছাদ বা ব্যালকনিতে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করতে ড্রোন নামানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর এলাকায় মশার উৎস শনাক্ত কার্যক্রম পরিদর্শনকালে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ২ থেকে ১১ জুলাই ডিএনসিসি এলাকার প্রতিটি বাসাবাড়িতে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে মশার উৎস খুঁজতে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। ড্রোন থেকে প্রাপ্ত ছবি ও তথ্য-উপাত্ত নিয়ে একটি তথ্যভান্ডার তৈরি করা হবে, যা আগামী বছর মশকনিধন কার্যক্রমে কাজে লাগবে।

পরে মেয়র ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে স্থাপিত মশা ধরার মেশিনের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানসহ সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ