নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রোববার (১৯ জুন) থেকে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হচ্ছে। তবে ৩ ধাপের এই সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি।
জানা গেছে, প্রতিদিন ১৩টি দলের সঙ্গে বসবে ইসি। প্রথম ধাপে আজ জাতীয় পার্টিসহ ১৩টি দলের সঙ্গে বসা হবে। এরপর ২১ জুন ও ২৬ জুন আওয়ামী লীগসহ আরও ১৩টি দলের সঙ্গে বৈঠক করবে ইসি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ইসির এই সংলাপ।
এর আগে চলতি বছরের ১৩ মার্চ শিক্ষকসমাজ, ২২ মার্চ সুশীলসমাজ, ৬ এপ্রিল প্রিন্ট মিডিয়া এবং ১৮ এপ্রিল ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এবং সর্বশেষ সাবেক নির্বাচন কমিশনার ও সাবেক ইসি কর্মকর্তাদের সাথে সংলাপ করে ইসি।
প্রসঙ্গত, নতুন ইসি গঠনের আগ থেকেই বিরোধিতা করে আসছে বিএনপি। কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির ডাকা সংলাপেও অংশ নেয়নি দলটি। এমনকি রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিকে প্রত্যাখ্যান করেন নেতারা। সার্চ কমিটি ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইলে তাতেও সাড়া দেয়নি।
নয়া শতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ