ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনার মধ্যে বাম জোটের বিক্ষোভের ডাক

প্রকাশনার সময়: ৩১ জুলাই ২০২১, ২০:৪৫

দেশে চলমান বিধিনিষেধের মধ্যেই আগামীকাল রোববার (১ জুলাই) প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বাম গণতান্ত্রিক জোট।

সংগঠনটি বলছেন, করোনায় সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির উর্ধ্ব গতির সময় সরকারের গঠিত জাতীয় কমিটি ও স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ উপেক্ষা করে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, পরিবহন ও ভ্যাকসিনের ব্যবস্থা না করে মালিকদের মুনাফার স্বার্থে রপ্তানীমুখী কারখানা খুলে দেয়া সরকারের অবিবেচক ও অমানবিক সিদ্ধান্ত বলে মনে করছেন তারা।

এর প্রতিবাদে আগামীকাল (১ আগস্ট) রোববার সাড়ে এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ সমাবেশ করতে চান সংগঠনটি।

এসময় জোটের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন তারা।

উল্লেখ্য দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৫ জনে।

শনিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনে।

এর আগে, শুক্রবার ২১২, বৃহস্পতিবার ২৩৯, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৫৮, সোমবার ২৪৭ ও রোববার ২২৮ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ